নব নির্বাচিত কমিটি ও বিদায়ী কমিটির যৌথসভা অনুষ্ঠিত
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি (২০১৬-২০১৯) ও বিদায়ী কমিটির যৌথ সভা ২৫ শে এপ্রিল ২০১৬ অ্যালামনাই ফ্লোরে অনুষ্ঠিত হয়। যৌথ সভায় সভাপতিত্ব করেন জনাব রকীবউদ্দীন আহমেদ। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।
সভায় বিদায়ী কমিটির সভাপতি জনাব রকীবউদ্দীন আহমেদ নবনির্বাচিত সভাপতি জনাব এ.কে আজাদ এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। প্রধান অতিথি তার বক্তব্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উত্তোরত্তর সাফল্য কামনা করেন। বিশেষ অতিথি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যপরিধী আরো বিস্তৃত করার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় আরো বক্তব্য রাখেন বিদায়ী মহাসচিব দেওয়ান রাশিদুল হাসান এবং নির্বাচিত মহাসচিব রঞ্জন কর্মকার, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার। এরপর নৈশ্যভোজের মাধ্যমে সভার পরিসমাপ্তি ঘটে।