বার্ষিক সাধারণ সভা ২০১৬ অনুষ্ঠিত
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২৩ এপ্রিল ২০১৬ বিকাল ৩টায় টিএসসি মিলনায়তনে অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব রকীবউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শোক প্রস্তাব উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সেলিনা খালেক। সভায় অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার উপস্থিত সকল সম্মানিত সদস্যবৃন্দ ও সুধীমন্ডলীকে স্বাগত জানান। সভা পরিচালনা করেন যুগ্ম মহাসচিব রঞ্জন কর্মকার
১০ এপ্রিল ২০১৫ অনুষ্ঠিত সর্বশেষ বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন অ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব আশরাফুল হক মুকুল। অতঃপর অ্যাসোসিয়েশনের মহাসচিব দেওয়ান রাশিদুল হাসান সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন। এরপর অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মিসেস মুনিরা খান ৩১ ডিসেম্বর ২০১৫ সময়কালের অডিটেড রিপোর্ট পেশ করেন। এরপর প্রধান নির্বাচন কমিশনার আবু সালেহ ২০১৬-২০১৯ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। একে আজাদ সভাপতি ও রঞ্জন কর্মকার কে মহাসচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গত এক বছরের কার্যক্রম ও নানা বিষয়ের উপর বক্তব্য রাখেন সভাপতি রকীবউদ্দীন আহমেদ। এরপর পর্যায়ক্রমে প্রাক্তন উপাচার্য একে আজাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, মোঃ নূর আলী, আঃ মান্নান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চা-চক্রের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার পরিসমাপ্তি ঘটে।