কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা গত ২৮ শে মে, ২০১৬ এ.কে. আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার। সভায় ৪১ জন সদস্যের মধ্যে ৩৫ জন সদস্য উপস্থিত ছিলেন। ১৩টি সাব-কমিটির পক্ষ থেকে আহ্বায়ক/সদস্য সচিববৃন্দ তাদের পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় অ্যাসোসিয়েশনের আগামী এক বছরের পরিকল্পনা গৃহীত হয়।

সভার পূর্বে ঢাকা ইউনিভার্সিটি মনোবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানান ।