বার্ষিক সাধারণ সভার নোটিশ
বার্ষিক সাধারণ সভার নোটিশ
এতদ্বারা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও বৈশাখী আড্ডা আগামী ২২ এপ্রিল ২০১৭ তারিখে বিকেল ৩:০০ মিনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সকল জীবন সদস্যকে যথাসময়ে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
বিকেল ৩:০০ মিনিট থেকে ৩:৩০ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন
সাধারণ সভার আলোচ্যসূচি
বিকেল ৩:০১ মিনিট থেকে ৬:০০ মিনিট
১। সকল ধর্মগ্রন্থ থেকে পাঠ
২। শোক প্রস্তাব উপস্থাপন
৩। স্বাগত বক্তব্য
৪। গত ২৩ এপ্রিল ২০১৬ তারিখে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন এবং অনুমোদন।
৫। গত এক বছরের বার্ষিক কার্যবিবরণী উপস্থাপন।
৬। গত এক বছরের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন (জানুয়ারী-ডিসেম্বর ২০১৬) উপস্থাপন।
৭। বার্ষিক কার্যবিবরণী এবং আর্থিক প্রতিবেদনের উপর সম্মানিত সদস্যদের পক্ষ থেকে আলোচনা।
৮। উত্থাপিত এক বছরের কার্যবিবরণী এবং ব্যয়ের প্রতিবেদন অনুমোদন।
৯। ২০১৭ সালের কর্মপরিকল্পনা উপস্থাপন
১০। সভার সভাপতির অনুমতিক্রমে অন্য যে কোন বিষয় উপস্থাপন ও আলোচনা।
১১। সভাপতির বক্তব্য
৬:০১ মিনিট থেকে ৭:০০ মিনিট
বৈশাখী আড্ডা ও আপ্যায়ন
৭:০১ থেকে ৮:০০ মিনিট
সাংস্কৃতিক অনুষ্ঠান
রঞ্জন কর্মকার
মহাসচিব
২২ মার্চ ২০১৭
বিশেষ দ্রষ্টব্য
১। উপস্থাপিত নিরীক্ষা প্রতিবেদন ও গত বছরের বার্ষিক কার্যবিবরণী সকল সদস্যদের জন্য ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
২। বার্ষিক সাধারণ সভা সংক্রান্ত যে কোন তথ্যের জন্য অ্যাসোসিয়েশন অফিসে যোগাযোগ করার অনুরোধ করছি। ফোন: ৯৬৬২৪৫৬, ৯৬৬৫১১৯.