বার্ষিক সাধারণ সভার নোটিশ

এতদ্বারা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা আগামী ১০মার্চ ২০১৮ তারিখে বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সকল জীবন সদস্যকে যথাসময়ে উক্ত সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য : সকল জীবন সদস্যকে বিজ্ঞপ্তি প্রকাশের পরদিন থেকে অনলাইনে অথবা অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এসে রেজিস্ট্রেশন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে।

সাধারণ সভার আলোচ্যসূচি

বিকেল ৩:৩০ মি. থেকে সন্ধ্যা ৫:৩০ মি.
০১। শোক প্রস্তাব উপস্থাপন
০২। গত ২২ এপ্রিল ২০১৭ তারিখে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন এবং অনুমোদন।
০৩। গত এক বছরের বার্ষিক কার্যবিবরণী উপস্থাপন।
০৪। গত এক বছরের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন(জানুয়ারি থেকে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত) উপস্থাপন।
০৫। বার্ষিক কার্যবিবরণী এবং আর্থিক প্রতিবেদনের উপর সম্মানিতসদস্যদের পক্ষ থেকে আলোচনা।
০৬। উত্থাপিত এক বছরের কার্যবিবরণী এবং আয়-ব্যয়ের প্রতিবেদন অনুমোদন।
০৭। সভাপতির অনুমতিক্রমে অন্য যে কোন বিষয় উপস্থাপন ও আলোচনা।
০৮। সভাপতির বক্তব্য।

সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭.৩০ মি. পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান
সন্ধ্যা ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত আপ্যায়ন

 

রঞ্জন কর্মকার

মহাসচিব

 

 

 

বিশেষ দ্রষ্টব্য

১। উপস্থাপিত আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন ও গত বছরের বার্ষিক কার্যবিবরণী সকল সদস্যদের জন্য সংগঠনের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
২। বার্ষিক সাধারণ সভা সংক্রান্ত যে কোন তথ্যের জন্য অ্যাসোসিয়েশন অফিসে যোগাযোগের জন্য অনুরোধ করছি।
ফোন: ৯৬৬৫১১৯, ৯৬৬২৪৫৬, মোবাইল: ০১৭২৪৫৭৪৪৩৩,E-mail : info@duaa-bd.org. Web: www.duaa-bd.org