৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান
গত ২৯ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, বিকেল ৪:০০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী।
জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
যাঁরা সম্মাননা পেলেন:
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যদের মধ্যে যাঁরা দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কর্মকা-ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক পদকে ভূষিত হয়েছেন তাঁদেরকে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সম্মাননা জানান। তাঁরা হলেন-
- ‘স্বাধীনতা পদকপ্রাপ্ত’ জনাব আবুল মাল আব্দুল মুহিত, এম.পি, মাননীয় অর্থমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি।
- ‘স্বাধীনতা পদকপ্রাপ্ত’ জনাব শাইখ সিরাজ, সহ-সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বার্তা প্রধান, চ্যানেল আই টেলিভিশন
- বাংলা একাডেমি রবীন্দ্র-পুরস্কারপ্রাপ্ত জনাব ফাহিম হোসেন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন
অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সভাপতি জনাব এ. কে আজাদ-এর সভাপতিত্বে-
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার।
সম্মাননা গ্রহনকারীগণ তাঁদের অনুভূতি ব্যক্ত করেন:
মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত, জনাব শাইখ সিরাজ- সহ-সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জনাব ফাহিম হোসেন চৌধুরী- কার্য নির্বাহী কমিটির সদস্য, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
পরিশেষে দেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।