সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচারাভিযান ২০১৮
২০১৭ সালের ন্যায় ২০১৮ সালেও সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ নিজ জেলা/উপজেলা/গ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠানে গত ২০-২৬ অক্টোবর ২০১৮ তারিখে দেশব্যাপী প্রচারাভিযানে অংশগ্রহণ করে। গত ১৩ অক্টোবর ২০১৮ এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রচারাভিযান এলাকার শিক্ষার্থী ও যুবসমাজের চিন্তা, চেতনা এবং চর্চার মধ্যে পরিবর্তন আনয়নে ভূমিকা রাখে। এ প্রচারাভিযান কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব এ. কে. আজাদ। শিক্ষার্থীদের এই মহৎ কাজে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন অ্যালামানাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোল্লা মোহাম্মাদ আবু কাওছার, কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-এর মহাপরিচালক জনাব বেনজীর আহম্মেদ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ।