২৫ শে মার্চ গণহত্যা দিবস পালন
২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে মোমবাতি প্রজ্বলন করা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব এ. কে. আজাদ বক্তব্য রাখেন এবং সিনিয়র সহ-সভাপতি, মহাসচিব-সহ অনেকেই উপস্থিত ছিলেন। সেখানে থেকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ জগন্নাথ হলের গণসমাধিতে মোমবাতি প্রজ্বলন করেন এবং জগন্নাথ হল আয়োজিত ২৫ শে মার্চের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মহাসচিব ২৫ মার্চ গণহত্যা দিবস-কে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদানে উদ্যোগ নেয়ার জন্য বিভিন্ন দেশে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।