স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মুজিব শতবর্ষ, শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ২৭ ফেব্রুয়ারি ২০২১, বিকেল ৫ টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনস্থ অ্যালামনাই ফ্লোরে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব এ. কে. আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঞাঁ। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোল্লা মো. আবু কাওছার, আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, শাইখ সিরাজ, যুগ্ম মহাসচিব আশরাফুল হক মুকুল, সুভাষ সিংহ রায়, সেলিমা খাতুন বাহালুল মজনুন চুন্নু-সহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, জীবন সদস্যবৃন্দ, বিভিন্ন সাব-কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব রঞ্জন কর্মকার।

এরপর ‘শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসব লোগো উন্মোচন ও শিল্পীর রং তুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক কর্মসূচীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

অনুষ্ঠানের সভাপতি জনাব এ. কে. আজাদ বলেনÑ এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোর সফল বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা যে কর্মসূচিগুলোর পরিকল্পনা করেছি তা সকলের সহযোগিতায় সফলভাবে বাস্তবায়ন করবো।