ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর প্রতিষ্ঠার ৭৩ বছর উদযাপন

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনস্থ অ্যালামনাই ফ্লোরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উদ্বোধনী অনুষ্ঠান, শুভেচ্ছা জ্ঞাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পতাকা উত্তোলন, কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি, সকল জীবন সদস্যদের শুভেচ্ছা জানান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য ধন্যবাদ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এস এম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া। প্রো ভাইস-চ্যান্সেলর এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সভাপতি জনাব এ. কে. আজাদ।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিবর্গ ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠান। অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা জ্ঞাপন বক্তব্য রাখেনÑ সিনিয়র সহ-সভাপতি মোল্লা মোহম্মাদ আবু কাওছার, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাপ্তন সভাপতি ও মহাসচিব রকীবউদ্দীন আহম্মেদ। এছাড়াও শুভেচ্ছা জ্ঞাপন করেন সহ-সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), সহ-সভাপতি শাইখ সিরাজ, মহাসচিব রঞ্জন কর্মকার, কোষাধ্যক্ষ দেওয়ান রাশিদুল হাসান এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সেলিমা খাতুন।

বক্তাগণ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অ্যালামনাইদের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং শতবর্ষী বিশ্ববিদ্যালয়ের গৌরবের ও ঐতিহ্য রক্ষায় বর্তমান প্রজন্মকে আরো আন্তরিক ও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর যুগ্ম মহাসচিব আশরাফুল হক মুকুল।

এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ এবং নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক রোকাইয়া হাসিনা নিলি।