দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে মত-বিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর সাথে ৯ জানুয়ারি ২০২৩ বিকেল ৫ টায় বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন-সহ দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছার, সহ-সভাপতি সেলিমা খাতুনসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। মত-বিনিময় সভায় ডুয়ার মহাসচিব বর্তমান কমিটির গৃহীত কর্মসূচিগুলো তুলে ধরেন। অতিথিরা কর্মসূচিগুলোর প্রশংসা করেন। উপস্থিত কবি, সাহিত্যিকবৃন্দ তাঁদের নিজেদের লেখা কবিতা আবৃতি করে শুনান। অত্যন্ত প্রাণবন্ত এসকল কবিতা ও উপস্থাপনা সকলেই উপভোগ করেন।