শহীদ বেদীতে পুস্তস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলন

গত ২৫ মার্চ সন্ধ্যায় হলের শহীদ বেদীতে পুস্তস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করা হয়। এসময় সার্জেন্ট জহুরুল হক হলের পক্ষ থেকে প্রাধ্যক্ষ ড. মো. আবদুর রহিম নেতৃত্বে আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা এবং ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ এবং মহাসচিব অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউছার এর নেতৃত্বে অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলন করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। এদিন পাকিস্তানি হানাদার বাহিনী তাদের নীল নকশা বাস্তবায়নের উদ্দেশ্যে সারা দেশে ব্যাপক গণহত্যা চালিয়েছিল। মুক্তিযুদ্ধ গবেষকদের দাবি, এদিন শুধু রাজধানী ঢাকাতেই ১০ হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়।