রংতুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয় -স্থায়ী আর্ট গ্যালারি উদ্বোধন

গত ২৮ অক্টোবর ২০২২ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের স্মারক হিসেবে “রংতুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়” শীর্ষক স্থায়ী আর্ট গ্যালারি উদ্বোধন করা হয়েছে । শতবর্ষী বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা, আন্দোলন-সংগ্রাম, কৃতী শিক্ষক-শিক্ষার্থীর অর্জনকে চিন্তা- চেতনায় ধারণ করে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উদ্বোধন করা হয় এই আর্ট গ্যালারি। গ্যালারিতে স্থান পেয়েছে দেশসেরা একশ শিল্পীর তুলিতে আঁকা একশটি চিত্রকর্ম, যা এই বিশ্ববিদ্যালয়ের একশ বছরের আন্দোলন-সংগ্রামের ইতিহাস-ঐতিহ্যকে জীবন্ত করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।