গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারেরমাননীয় প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের অভিনন্দন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে সভাপতি ও মহাসচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাসহ অন্যান্য সকল উপদেষ্টাকে অভিনন্দন জানাচ্ছি।
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং এবারের আন্দোলনে নেতৃত্বদানকারীদের অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী। এ থেকেই প্রতীয়মান হয় যে, বায়ান্ন থেকে একাত্তর ও স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ জন্য ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন উদ্বেলিত, আনন্দিত ও গর্বিত ।
এবারের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি । এছাড়া এ আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি ।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে আপনাদের সর্বাংগীন সফলতা কামনা করি।