ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য গাড়ির স্টিকার প্রদান

notice2

সম্মানিত জীবন সদস্যবৃন্দ,
আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে গাড়ি প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত স্টিকার সম্বলিত গাড়ি প্রবেশের জন্য অনুমতি পাবে বলে জানানো হয়েছে। এমতাবস্থায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে DUAA’র জীবন সদস্যদের জন্য গাড়ির স্টিকার প্রদানের ব্যবস্থা করেছে।
এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ন্যায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক অনুমোদিত স্টিকার সম্বলিত গাড়িও ক্যাম্পাসে প্রবেশের জন্য অনুমতি পাবে।
অতএব, গাড়ির স্টিকার সংগ্রহের জন্য জীবন সদস্যদের নাম, এলএম নাম্বার, গাড়ির নাম্বার ও নির্ধারিত ফি’সহ সকল তথ্যাদি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফিসে জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হলো।

ধন্যবাদান্তে

এ টি এম আবদুল বারী ড্যানী
সদস্য সচিব