বৃত্তি এবং অ্যাওয়ার্ড সম্পর্কিত তথ্য
ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড
সর্বমোট = ২৩,৪০,০০০/- (তেইশ লক্ষ চল্লিশ হাজার) টাকা । ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটসমূহ মেধাবী ৩৯০ জন ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হয়। প্রত্যেককে ৬,০০০/- টাকা করে বৃত্তি দেওয়া হয়।
ট্রাস্ট ফান্ড বৃত্তি
সর্বমোট = ৪,৩২,০০০/- ( চার লক্ষ বত্রিশ হাজার) টাকা। ২০১৫ সালে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের মেধাবী ১৮ জন ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হয়। প্রত্যেককে ২৪,০০০/- টাকা করে বৃত্তি দেওয়া হয়। মতিউর রহমান ট্রাস্ট-ফান্ড - ৫টি বেদুইন-শামস এবং রাজিয়া খাতুন ট্রাস্ট ফান্ড - ২টি ডিইউএএ আশ্রাফউদ্দীন ট্রাস্ট ফান্ড - ১টি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া মেরিট বৃত্তি - ৫টি ডিইউএএ রওশন আরা রহমান ট্রাস্ট ফান্ড - ১টি ডিইউএএ রিনা চৌধুরী ও মুনিবর রেজা চৌধুরী - ২টি মোহাম্মদ আশরাফুল করিম ট্রাস্ট ফান্ড - ১টি জরফান আলী মোগল ট্রাস্ট ফান্ড- ১টি
ব্যক্তিগত বৃত্তি
মোট ২৪,০০০/- ( চব্বিশ হাজার) টাকা । মোল্লা মোহাম্মদ আবু কাওছার - ১টি।
এমটিবিএল – ডিইউএএ স্যামসন এইচ চৌধুরী ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড
সর্বমোট = ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরী- ৩ জন অনলাইন ক্যাটাগরী- ১ জন ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরী- ১ জন